প্রতিনিধি, বিশালগড়, ৮ মে।। বিশালগড় মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং সরকারটিলা উচ্চ বিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় বিশালগড় মহকুমা ভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বুধবার সরকারটিলা উচ্চ বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েল দেববর্মা, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক কাকলি ভৌমিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিতেন্দ্র চন্দ্র সাহা, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান শ্যামল দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি তথা মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বলেন রবি ঠাকুরের কালজয়ী রচনা সমূহ শুধুমাত্র অধ্যয়ন করলে চলবে না, ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনে তার আদর্শের প্রতিফলন ঘটিয়ে সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীরা সমবেত রবীন্দ্র সঙ্গীত নৃত্য পরিবেশন করেন। এছাড়া এদিন বিশালগড় পুর পরিষদের উদ্যোগে রাজপথে রবিঠাকুরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিজেপির বিশালগড় মন্ডল অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রবী ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজেপির কার্যকর্তারা।
173
previous post