শান্তিরবাজার প্রতিনিধি : ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচী হাতে নিলো শান্তির বাজার থানার পুলিশ। এরইমধ্যে বুধবার শান্তির বাজার থানার পুলিশের উদ্দ্যোগে বীরচন্দ্র মনু কিডস বেলি নার্সারি স্কুলে কচিকাচা শিশু এবং অভিভাবকদের নিয়ে এক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করলো আরক্ষা প্রসাশন। খেলাধূলার মাধ্যমে সকলের শারিরিক ও মানসিক বিকাশঘটে। তাই বিদ্যালয়ে ক্ষুদে ছাত্র ছাত্রীদের শারিরিক ও মানসিক বিকাশের জন্য এইধরনের কর্মসূচী হাতে নিলো শান্তির বাজার থানার পুলিশ। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধহয়ে কাজ করার বার্তা প্রদানকরলো শান্তির বাজার আরক্ষা দপ্তরের কর্মীরা। থানার উদ্দ্যোগে আজকের দিনে বিভিন্ন ইভেন্টের খেলাধূলা করাহয়। এই ইভেন্টগুলির মধ্যেরয়েছে বসে আঁকো প্রতিযোগীতা যেমন খুশি তেমন আঁকো। শিশুদের সোজা দৌড় প্রতিযোগীতা, বিস্কুট খেলা, ব্যাঙ্ক দৌড়, অভিবাবকদের জন্য মিউজিক্যাল চেয়ারখেলা ইত্যাদি আয়োজন করা হয়। বিভিন্ন বিষয়ে খেলায় অংশগ্রহণকারী সকলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তির বাজার থানার সেকেন্ড ওসি জয়ন্ত দাস , সাব ইন্সপেক্টর সুজিত সরকার , প্রধান শিক্ষক সুস্মিতা দাস বিশ্বাস , অভিভাবক সহ অন্যান্যরা। শান্তির বাজার থানার উদ্দ্যোগে এই ধরনের সামাজিক কর্মসূচি কে কেন্দ্র করে উপস্থিত সকলেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বীরচন্দ্র মনু কিডস বেলি নার্সারি স্কুলে সামাজিক কর্মসূচি শান্তির বাজার থানার উদ্যোগ ।
by admin
written by admin
108
previous post