Home » সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ৭ নভেম্বর:- গন্ডাছড়া বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন এলাকার বিদায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং। তাছাড়া সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, ধলাই জেলা ফরেস্ট অফিসার অমিত দেববর্মা, গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস, চিফ গোমতী ওয়াইল্ডলাইফ সঙ্কচুয়ারি ধলাই জেলার এস ডি এম ইউ গৌতম দেববর্মা, সমাজসেবী আদিত্য সরকার, চরণ বাঁশি ত্রিপুরা, বীরেন ত্রিপুরা, মাইধম রাম রিয়াং, ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ, গন্ডাছড়া বিদ্যা জ্যোতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা, বন দপ্তর গন্ডাছড়া রেঞ্জের রেঞ্জ অফিসার বিন্দু ত্রিপুরা সহ বিভিন্ন সেল্ফ হেল্প গ্রুপের মহিলা সদস্যারা। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নৃত্য, সংগীত পরিবেশন করেন।কর্মশালার পাশাপাশি এই দিন বনদপ্তর ৮০টি সেলফ হেল্প গ্রুপের মহিলাদের মধ্যে ৮০ লক্ষ টাকা লোন প্রদান করেন। অনুষ্ঠানকে ঘিরে গ্রুপের মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment