প্রতিনিধি, বিশালগড়, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার সুবিধা পৌঁছে দেয়া হচ্ছে গ্রামে। মহিলাদের হাতে রোজগার দিতে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা চালু করে বর্তমান সরকার। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে পশুপালন দপ্তরের মাধ্যমে গ্রামীণ এলাকায় মহিলাদের হাতে হাস মোরগের ছানা, শুকরের ছানা, ছাগল ইত্যাদি তুলে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার বিশালগড় বিধানসভার রাউৎখলা গ্রাম পঞ্চায়েতে ৫৫ জন মহিলার মধ্যে মোরগ ছানা বিতরণ করা হয়। গ্রাম প্রধান সুমন দেবনাথ সহ পশুপালন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধান সুমন দেবনাথ জানান প্রতিটি মহিলাকে স্বনির্ভর করতে চায় সরকার। মোরগ হাস শুকর ছাগল ইত্যাদি পালন করে বাড়তি রোজগার করতে পারে মহিলারা। এই টাকায় ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের ভালো কাজে ব্যবহার করতে পারবে।
133
previous post