Home » গভীর রাতে দুর্ঘটনার কবলে শনি দেবতা

গভীর রাতে দুর্ঘটনার কবলে শনি দেবতা

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

জাতীয় সড়কের পাশে নিরাপদ নয় শনি দেবতা । রাতের অন্ধকারে শনি দেবতা দুর্ঘটনার কবলে ।

জানা যায় , মঙ্গলবার গভীর রাতে টি আর ০৩ – এন ০৭৪৬ নাম্বারের একটি চার চাকার যাত্রীবাহী গাড়ি রাজারবাগ থেকে রমেশ চৌহমুনির দিকে যাচ্ছিলো । কিন্তু হঠাৎ অরুণাচল সংঘের সামনে জাতীয় সড়কের বা পাশে একটি শনি মন্দিরে সজোরে আঘাত করে । সাথে সাথেই গাড়ির ধাক্কায় শনি দেবতা দুমড়ে মুচড়ে পড়ে যায় মন্দির সহকারে । শনি দেবতাকে আঘাত করার কিছু মুহূর্তের পর যাত্রীবাহী গাড়িটি রাস্তার বা পাশেই উল্টে পড়ে যায় । গাড়িতে থাকা গাড়ি চালকসহ অন্যান্য যাত্রীরা ঘটনাস্থল থেকেই দুর্ঘটনার পর চম্পট দেয়। বুধবার সকালে জাতীয় সড়কের পাশ দিয়ে যাওয়া সাধারণ মানুষ এবং এলাকাবাসীরা এই ঘটনা দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে । সেই সাথে চাঞ্চল্য সৃষ্টি হয় গাড়ি চালকের এই ধরনের বেপরোয়া গাড়ি চালানো নিয়ে । কিন্তু সংবাদ লেখা পর্যন্ত গাড়ি চালকের ঠিকানা ও গাড়ি মালিকের নাম জানা যায়নি । যেভাবে শনি দেবতা রাতের অন্ধকারে সুরক্ষিত নয় তাতে করে প্রশ্ন উঠতে শুরু করেছে উদয়পুরে রাতের বেলায় কোন সাধারণ মানুষ চলাচল করতে গিয়ে জাতীয় সড়কে কতটুকু নিরাপদ করে সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে উদয়পুরের সচেতন মহলে ।

You may also like

Leave a Comment