Home » শুকনো গাঁজা উদ্ধার করলো বিশালগড়ের পুলিশ

শুকনো গাঁজা উদ্ধার করলো বিশালগড়ের পুলিশ

by admin

প্রতিনিধি, বিশালগড় ।। শুকনো গাঁজা উদ্ধার করলো বিশালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে সুকান্ত কলোনি এলাকায় শুকনো গাঁজা সহ গাড়ি আটক করে পুলিশ। গাঁজার পরিমাণ ৯৮ কেজি। পুলিশের কাছে খবর ছিল শুকনো গাঁজা ভিনরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ অভিযান শুরু করে। সুকান্ত কলোনিতে মারুতি কোম্পানির গাড়ি আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায় ড্রাইভার। বহি‍ঃরাজ্যে প্রচার করতে গাঁজা গুলি রেলস্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে গাঁজা ভর্তি গাড়ি ফেলে পালিয়ে যায় গাঁজা কারবারিরা। পরবর্তী সময়ে ডিসিএম প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে গাঁজা পরিমাপ করে বিশালগড় থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি বিজয় দাস। ডিসিএম প্রসেনজিৎ দাস জানান পুলিশ গাঁজা সহ গাড়ি আটক করেছে। বাজেয়াপ্ত করা হয় সমস্ত আইন মেনে। গাড়িতে তল্লাশি হয় ডিসিএমের উপস্থিতিতে। ওসি বিজয় দাস জানান যেহেতু গাড়ি আটক হয়েছে তাই গাঁজা কারবারিকে আটক করা সহজ হবে। পুলিশ মামলা নিয়ে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

You may also like

Leave a Comment