Home » বিশালগড়ে প্রয়াত বিধায়ক পরিমল সাহা’র স্মরণে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

বিশালগড়ে প্রয়াত বিধায়ক পরিমল সাহা’র স্মরণে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।। সিপিএমের ঘাতকদের নৃশংসতার শিকার হয়েছিলেন বিশালগড়ের তরুণ বিধায়ক পরিমল সাহা। ১৯৮৩ সালে আজকের দিনে বিশালগড়ের অফিসটিলায় জাতীয় সড়কে প্রকাশ্যে দিবালোকে তৎকালীন বিধায়ক পরিমল সাহা এবং তাঁর সহযোগী জিতেন সাহা কে নিশংস ভাবে খুন করা হয়েছিল । সোমবার প্রয়াত বিধায়কের ৪২ তম প্রয়াণ দিবস পালন করা হয় বিশালগড়ে। এদিন পরিমল সাহার হাতে তৈরি বিশালগড় সিলভার এরো ক্লাব প্রাঙ্গণে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা, বিশালগড় পৌরপরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, কাউন্সিলর রতন দেব, ব্রজ গোপাল দেবনাথ সহ আরো অনেকে। প্রয়াত বিধায়ক পরিমল সাহার প্রতিকৃত্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বিধায়ক সুশান্ত দেব সহ উপস্থিত সকলে। বিজয় নদের তীরে প্রয়াত বিধায়কের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করেন বিধায়ক সুশান্ত দেব, প্রাক্তন মন্ত্রী মতিলাল সাহা প্রমূখ। এছাড়া এদিন প্রয়াত বিধায়ক পরিমল সাহার স্মরণে তাঁর পরিবারের পক্ষ থেকে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রয়াত বিধায়কের অনুজপ্রতিম মিহির লাল সাহা জানান কয়েকশো সাধারন মানুষ শিবিরে স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন।

You may also like

Leave a Comment