প্রতিনিধি, গন্ডাছড়া ৭ ফেব্রুয়ারি:- ধলাই জেলার প্রশাসনিক ব্যবস্থায় শুক্রবার গন্ডাছড়ায় জেলা শাসক সাজু বাহেদের নেতৃত্বে একটি বিশেষ পরিদর্শন ও রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া মহকুমা শাসক , আর.ডি এক্সিকিউটিভ, ডুম্বুর নগর ব্লকের বিডিও, এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং সমাজসেবকদের উপস্থিতিতে নারায়ণপুর চৌমুহনি বাজারের মার্কেট স্টলের কাজ পরিদর্শন করেন। এরপর গন্ডাছড়া বাজারের দৈশ্যরাম সুপার মার্কেটের কাজ এবং মাছ বাজারের প্রস্তাবিত কাজের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়। পরবর্তীতে, গন্ডাছড়া বাজার লেকের প্রস্তাবিত কাজের বিষয়ে পরিদর্শন ও খোঁজ নেওয়া হয়। পরিদর্শন শেষে, সকাল ১১টায় মহকুমার সমস্ত লাইন ডিপার্টমেন্টের অধিকর্তা, বিএসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমডিসি, এমএলএ, এসসি ও ওবিসি সাব কমিটির চেয়ারম্যানদের নিয়ে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে ডিএম সাহেব প্রত্যেকটি লাইন ডিপার্টমেন্টের কাজের আপডেট নেন এবং যেখানে সমস্যা বা খামতি রয়েছে তা নোট করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ডিএম সাহেব আরও জানান যে, চলমান কাজগুলো দ্রুত শেষ করতে হবে এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের একযোগভাবে কাজ করতে হবে যাতে কোনো অযথা বিলম্ব না হয়। কাজের অগ্রগতি নিয়ে আলোচনা শেষে, মিটিংয়ে দুপুর ১২টার সময় মহকুমা শাসককে কাজ শেষ করার দায়িত্ব ভার দেওয়া হয়। এরপর, বিশেষ প্রয়োজনে মিটিং থেকে এমএলএ ও ডিএম চলে যান। এই রিভিউ মিটিংয়ের মাধ্যমে কাজের তীব্র মনিটরিং এবং প্রশাসনিক পদক্ষেপের প্রতি গুরুতর মনোযোগ দেওয়া হয়েছে, যাতে উন্নয়ন কাজগুলো যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। পরবর্তী রিভিউ মিটিংয়ের সিদ্ধান্ত ১২ ফেব্রুয়ারি গৃহীত হবে, যাতে কর্ম পরিকল্পনা পর্যালোচনা এবং প্রয়োজনে সংশোধন করা যেতে পারে। এমতাবস্থায়, প্রশাসন স্থানীয় বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, এবং জনগণের কল্যাণে তার কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়িত হবে বলে আশাবাদী।
51