32
- প্রতিনিধি, বিশালগড় , ৭ জানুয়ারি।। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিশালগড়ের একটি বেসরকারি হল ঘরে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। উদ্বোধক বিধায়ক সুশান্ত দেব বলেন রক্তের কোন বিকল্প নেই। এই দান মহৎ দান। একজন সুস্থ মানুষের রক্তের বিনিময়ে একজন মুমূর্ষ রোগী প্রাণ ফিরে পায়। একজন সুস্থ মানুষ নিয়মিত রক্তদান করতে পারে। এতে নিজের শরীর সুস্থ থাকে। তাই প্রতি চার মাস অন্তর অন্তর সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্বাগত ভাষণে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন ২০২৫ সালের ২৩ শে মার্চের মধ্যে ৭৫ হাজার ইউনিট রক্ত দেশের বিভিন্ন হাসপাতালে তুলে দেবে সংগঠন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সংগঠনের রাজ্য সভাপতি সমর কুমার ভৌমিক, বিশালগড় পৌরসভার চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, সংগঠনের বিশালগড় মহকুমা কমিটির সভাপতি তাপস ঘোষ, সম্পাদক বিপ্লব সরকার, কোষাধক্ষ ও মধুসূদন দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবী তপন দাস।