প্রতিনিধি, উদয়পুর :- ২০২৪ সালে ত্রিপুরায় ঘটে গিয়েছে এক ভয়াবহ বন্যা। তিনদিনের ভারী বৃষ্টিতে ভয়ানক রূপ ধারণ করেছিল গোমতী জেলার বিভিন্ন বিধানসভা এলাকাগুলি। ক্ষতির শিকার হয়েছিল হাজার হাজার জনতা । অন্ন , বস্ত্র এবং বাসস্থান হারিয়েছে বহু মানুষ। ভিটেমাটি হারিয়ে একপ্রকার উদ্বাস্ত হওয়ার উপক্রম হয়েছিল সেই সময় । তার মধ্যে বহু মানুষ প্রাণ হারিয়েছে বন্যার সময়। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল উদয়পুর জামজুরী এলাকার বর্ধন বাড়ি। বন্যার হাত থেকে গবাদি পশু বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার সময় বন্যার জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যায় সমরেশ বর্ধনকে । দীর্ঘদিন পর তার কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হয় পুকুরের জল থেকে । এই ঘটনায় রীতিমত কান্নায় ভেঙে পড়ে পরিবার । সে সময় প্রশাসন এবং সরকার বার্তা দিয়েছিল তাদের এই পরিবারটিকে সাহায্য করা হবে আর্থিকভাবে। কথা দিয়ে কথা রাখলেন সরকার । এবার রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও উদয়পুর মহকুমা শাসক ত্রিদিব সরকার মৃত সমরেশ বর্ধনের বাড়িতে গিয়ে ৪ লাখ টাকার একটি চেক তুলে দেন পরিবারের হাতে। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান , তাদের পরিবারের দুইটি কন্যা সন্তান রয়েছে তাদের পড়াশুনা যাতে আগামী দিন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকার সব সময় তাদের পাশে রয়েছে। পরিবারটি যেন আর্থিকভাবে চলতে পারে তার জন্য সরকার এই সাহায্যটুকু করেছে আজকের দিনে দাঁড়িয়ে। এদিন অর্থমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবারের লোকজন ।
বন্যায় মৃত পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। চার লাখ টাকার অনুদানের স্যাংশন লেটার তুলে দিলেন অর্থমন্ত্রী
35
previous post