প্রতিনিধি, উদয়পুর :- দিনমজুর শ্রমিকের অসহায় ভাবে দিন কাটছে প্রতিটা সময় । বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে রয়েছেন তিনি। আজ উদয়পুর পশ্চিম খিলপাড়া নানুয়া দিঘীরপাড় ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর সরকারের করুন কাহিনী চিত্র তুলে ধরা হয়েছে । এক সময়ের দিনমজুর আজ আলমগীর হোসেন আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান একটা সময় রিক্সা চালিয়ে সংসার প্রতিপালন করেছেন । বর্তমানে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। অসুস্থ হওয়ার পর থেকে সংসার প্রতিপালন করা সম্ভব হচ্ছে না । খিলপাড়া এলাকার গ্রামবাসীরা সাহায্য হিসেবে যতটুকু খাবার দিচ্ছে সেটাই তাদের একমাত্র জীবন জীবিকার সম্বল হয়ে দাঁড়িয়েছে । সরকার থেকে একটি সরকারি ঘর দেওয়া হয়েছে । কিন্তু আর্থিক অনটনের ফলে সেই ঘরটি তৈরী করা সম্ভব হচ্ছে না । শুধুমাত্র বিপিএল কার্ড একটি রয়েছে। এছাড়া কোন ধরনের সরকারি সাহায্য কপালে জোটেনি । বড় ছেলে দ্বাদশ শ্রেণীতে পাঠরত। কিন্তু কোন ধরনের গৃহ শিক্ষক নেই। তার কারণ হিসেবে আলমগীর সরকার যারা অর্থের অভাবে শিক্ষক রেখে পড়াশুনা করে ছেলেকে ভালো ছাত্র হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীতে পাঠানো হয়েছে তার মেয়ে। সব মিলিয়ে চারজনের সংসারে অভাব যেন পিছু ছাড়তে নারাজ । বর্তমানে কর্মহীন আলমগীর সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। রাজ্য সরকার যেন আলমগীরের ছেলে-মেয়েকে পড়াশুনার খরচ ও আর্থিক সাহায্য করে । তাহলে তার ছেলে মেয়েটি ভালো মানুষ হয়ে উঠবে । বর্তমানে চোখের জল ও এক আর্থিক অনটন তার পরিবারে ঘন কালো মেঘের ছায়ায় হিসেবে ঘিরে ধরেছে । যা খুবই করুনাদায়ক হয়ে উঠেছে বর্তমান সমাজের জন্য । এখন দেখা রাজ্য সরকার ও স্থানীয় পঞ্চায়েত কি ভূমিকা গ্রহণ করে সে দিকে তাকিয়ে আলমগীর সরকারের গোটা পরিবার ।
155
previous post
গোলাঘাটিতে বিজেপির বিজয় মিছিল
next post