Home » গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়

by admin

ধর্মনগর প্রতিনিধি । ব্রিটুনিয়া কোম্পানির বিস্কুট বুঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। সোমবার ভয়ঙ্কর এই দূর্ঘটনাটি সংঘটিত হয় ঊনকোটি জেলার পেচারথল থানাধীন নবীনছড়া এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে।জানা যায়,জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায় কন্টেনার গাড়িটি। এতে চালক শাকিব আলী (২২)আহত হয়। জানা গেছে গাড়িটি অসমের বরপেটা থেকে বিস্কুট নিয়ে আগরতলার উদ্দেশ্য যাচ্ছিল।আর এমন সময় নবীনছড়া এলাকায় পথে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সংবাদ পরিবেশন অবধি ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উদ্ধারের কাজ চলছে।

You may also like

Leave a Comment