224
- প্রতিনিধি , উদয়পুর :-উদয়পুর মাতারবাড়ি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ৫১ পীঠের একপিঠ । এই মাতারবাড়ি কে কেন্দ্র করে দেশ ও বিদেশের বহু পুণ্যার্থী আসেন মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। তারা প্রত্যেকেই মাকে প্রণাম করে প্রণামী হিসেবে নিজেদের সাধ্যমত প্রণামী বাক্সে কিছু টাকা দিয়ে থাকেন। মায়ের মন্দিরের সামনেই থাকে এই প্রণামী বাক্স গুলি । অন্যান্য সময়ের মতো এবারও ৪৭ দিন পর সে প্রনামীর বাক্স খোলা হয় জেলা প্রশাসনের এবং পুলিশের সামনে । তাদের উপস্থিতিতেই সমস্ত টাকা পয়সা গুণে মন্দির কমিটি দেখতে পায় গত ৪৭ দিনে মোট ৭ লাখ ২৮ হাজার ৭৯১ টাকা জমা হয়েছে এই প্রণামী বাক্স গুলির মধ্যে । যত দিন যাচ্ছে তত ভক্তদের ভীড় গোটা মন্দিরে বাড়তে শুরু করেছে। একই সাথে প্রণামীর টাকাও প্রতিমুহূর্তে বেড়ে চলেছে প্রণামী বাক্স গুলিতে । অনেকের ধারণা যত দিন যাচ্ছে পুন্যার্থীর সংখ্যা তত বাড়ছে মন্দিরে। ত্রিপুরেশ্বরী মায়ের অশেষ কৃপায় ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ করতে পারছে বলে জানান এক ভক্ত।