Home » উদ্ধোধনের প্রতীক্ষায় এতিমখানা

উদ্ধোধনের প্রতীক্ষায় এতিমখানা

by admin

প্রতিনিধি কৈলাসহর:- কৈলাসহর মহকুমার নূরপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় আগামী ১০ই মার্চ রবিবার রাজ্যের মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে মারকাজী এতিম খানা উদ্ধোধন হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন মারকাজী এতিম খানা কমিটির সম্পাদক নাজিম উদ্দীন।৭ই মার্চ বৃহস্পতিবার দুপুরে মারকাজী এতিম খানার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে এতিম খানা কমিটির সম্পাদক নাজিম উদ্দীন ছাড়াও উপস্থিত ছিলেন এতিম খানা কমিটির সভাপতি মোঃ ফিরোজ আলী,এতিম খানার অফিস সম্পাদক জুবাইর আহমেদ,সহ সম্পাদক মইজুর রহমান,কমিটির অন্যতম সক্রিয় সদস্য নাজমুল আহমেদ এবং আব্দুল হালিম।সাংবাদিক সম্মেলনে মারকাজী এতিম খানা কমিটির সম্পাদক নাজিম উদ্দীন জানান যে, মুলত ২০২১সালের শেষ দিক থেকে মারকাজী এতিম খানার কাজ শুরু হলেও তা ছিলো পর্দার আড়ালে।এবার সমাজের বিশিষ্ট সমাজসেবী সহ সমাজের অগ্রনী মানুষের সাহায্য নিয়ে মারকাজী এতিম খানা বড় ধরনের উদ্যোগ নিয়েছে।মারকাজী এতিম খানায় যেসব এতিম শিশুরা থাকবে সেইসব শিশুদের অন্ন, বস্ত্র,বাসস্থান,শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি সমস্ত কিছু বিনামূল্যে এতিম খানা কমিটির পক্ষ থেকে দেওয়া হবে।এই এতিম খানায় উন্নত শিক্ষার জন্য কোরান,হিফজ, আরবী,উর্দু,বাংলা ও জেনারেল ইংরেজি মিডিয়ামে শিক্ষা ব্যবস্থা থাকবে এবং সেখান থেকে বাহিরের স্কুল কলেজে পড়াশোনারও সুযোগ থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে।তাছাড়া,মারকাজী এতিম খানায় আশি ফুট লম্বা পাঁচটি কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের কাজ চলছে এবং বর্তমানে দ্বি-কক্ষ বিশিষ্ট একটি বিল্ডিং-এর কাজ শেষ হয়েছে।এই মারকাজী এতিম খানার আওতায় একটি বয়স্কদের কোরআন শিক্ষা কেন্দ্র,মুসাফিরখানা ও একটি মসজিদ থাকবে।মারকাজী এতিম খানা কমিটির সম্পাদক নাজিম উদ্দীন আরও বলেন যে,ঊনকোটি জেলার গরীব,অবহেলিত, অসহায় কয়েকজন এতিম শিশুদের নিয়ে আগামী ১০ই মার্চ রবিবার এতিম খানাটি মন্ত্রীর হাত ধরে উদ্ধোধন হবে এবং উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন আসাম রাজ্যের বিখ্যাত মৌলানা মুফতি ইমরান হোসেন কাছিম সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment