124
শান্তিরবাজার প্রতিনিধি :লোকজনদের আর্থিক দিকদিয়ে সাবলম্বীকরতে কাজ করেযাচ্ছে রাজ্যসরকার। রাজ্যসরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীত করতে বগাফা মৎস্য তত্বাবধায়কের উদ্দ্যোগে বুধবার বগাফা পঞ্চায়েত সমিতির হলঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বেনিফিসারী নির্ধারন করে একদিনের কর্মশালা ও কুনিজাল বিতরন করাহয়। বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতি ও বি এস সি ফান্ডথেকে প্রায় ৫ লক্ষটাকা ব্যায়করে ২১২ জন বেনিফিসারীকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠীত করাহয় ও কুনিজাল বিতরন করাহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফাব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা মৎস্য তত্বাবধায়ক ওয়াটসন রিয়াং সহ অন্যান্যরা। মৎস্যদপ্তরের কাছথেকে কুনিজালপেয়ে খোবই খুশি বেনিফিসারীরা।