প্রতিনিধি, বিশালগড়,
পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন মুড়াবাড়িতে। মৃতদের নাম সৈকত দেবনাথ ( ১৫) , পিতা ধীমান দেবনাথ এবং দীবাকর দাস ( ১৪) পিতা প্রমোদ দাস। দুই কিশোর সম্পর্কে মামাতো ও পিসাতুতো ভাই। সৈকতের বাড়ি বিশালগড় পৌর পরিষদের দুই নং ওয়ার্ডের মুড়াবাড়ি এলাকায়।আর দীবাকরের বাড়ি মুড়াবাড়ি স্কুলের পাশে । ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার সৈকত দেবনাথের জ্যাঠুর বাড়িতে মনসা পূজা হয়।বুধবার পরিবারের সদস্যদের সাথে মায়ের মূর্তি বিসর্জন করতে যায় সৈকত ও দীবাকর। বিসর্জন শেষে সবাই বাড়িতে চলে গেলে সৈকত এবং দীবাকর ও অন্য এক বন্ধু মিলে স্থানীয় বালক বাবা আশ্রমের পুকুরে স্নান করতে যায়। কিন্তু তারা সাঁতার কাটতে জানতোনা। পুকুরে স্নান সেরে উঠছে না দেখে উপস্থিত অন্য বন্ধু গিয়ে বাড়িতে খবর দেয়। শুরু হয় চিৎকার চেঁচামেচি। বাড়ির সদস্য সহ এলাকাবাসী মিলে দুজনের নিথর দেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল চত্বরে কান্নার রোল পড়ে যায় । পুত্রহারা মা বাবার বুক ফাঁটা রোদনে আকাশ ভারী হয়ে ওঠে। হাসপাতালে জড়ো হয় মুড়াবাড়ি এবং বিশালগড়ের কয়েকশো মানুষ। খবর শুনে দ্রুত হাসপাতালে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ আরো অনেকে। বিকালে ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় নিথর দু’টি দেহ। পেশায় রাজ জোগালী ধীমান দেবনাথের একমাত্র পুত্র ছিল সৈকত। এছাড়া মৃত দিবাকরের পিতা প্রমোদ দাস পেশায় রাজমিস্ত্রী। প্রমোদ দাসের দুই পুত্রের মধ্যে দিবাকর অকালে ঝরে যায়। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুত্রশোকে পাথর মা বাবা। আত্মীয় পরিজন প্রতিবেশী সবাই কাঁদছে বুক চাপড়ে।
বিশালগড়ে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের
99
previous post