ধর্মনগর প্রতিনিধি র রিপোর্ট।।
৭ ই আগস্ট সোমবার উত্তর ত্রিপুরা জেলার ৫৪ কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানিবাড়ী বাজারে শ্রী সারদা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল এক সুবিশাল স্বাস্থ্য শিবির। যেখানে এই স্বাস্থ্য শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ধর্মনগরের শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি। এই স্বাস্থ্য শিবিরের চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর তথা গোটা রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা। উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মনোজ নাথ, স্ত্রী রোড বিশেষজ্ঞ ডক্টর শুভকরণ চৌধুরী, ড্যান্টাল সার্জন ডক্টর বিবেক সিধু সহ অন্যান্যরা। তাছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন শ্রী সারদা সংঘের সভাপতি শ্রীমতি চম্পা শর্মা, সম্পাদক শ্রীমতি নিলিমা দেব সহ শ্রী সারদা সংঘের সকল সদস্যাবৃন্দ। উপস্থিত ছিলেন শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি শ্রীমতি নিতু ভট্টাচার্য্য, শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সম্পাদক শ্রী চম্পু সোম মহোদয় সহ শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির অন্যান্য সদস্যরা। আজকের এই মেগা স্বাস্থ্য শিবিরে উক্ত এলাকার জনগণদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যানা যায় এই শিবিরে প্রায় ৩০০ জনের অধিক জনগণ এই শিবিরে অংশ নেয়। এই শিবিরে রক্ত পরীক্ষা, হিমোগ্লোবিন পরীক্ষা,সুগার পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য পরীক্ষা সুবিধা ছিল। উল্লেখ্য ধর্মনগরের শ্রী সারদা সংঘ প্রতিনিয়তই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে থাকে। এবং মানুষের সেবায় নিয়জিত থাকে। আজকের এই স্বাস্থ্য শিবিরে উক্ত এলাকার জনগণ খুবই উপকৃত এবং তাদের এই উদ্যোগে এলাকা জনগণ সাধুবাদ জানিয়েছেন । সবমিলিয়ে সার্বিক দিক দিয়ে সফল হয়ে ওঠে শ্রী সারদা সংঘ দ্বারা আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবির।