চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টাকে ব্যর্থ করে গত পরশু রাত ৮:৩৫ মিনিট নাগাদ মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্যান্সার আক্রান্ত 13 বছরের পলাশ দেবনাথ।
উল্লেখ করলেন পুর থানা দিন ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের বাগবের এলাকার পেশায় কৃষক রতন দেবনাথ এর একমাত্র ছেলে পলাশ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্তিত হয়ে প্রথমে জিবি হাসপাতালে এরপর টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছিল। উল্লেখ করা প্রয়োজন প্রথম থেকেই পলাশের চিকিৎসার ক্ষেত্রে স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ রাজ্য সরকার সাহায্যের হাত সম্প্রসারিত করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পলাশ সমস্ত প্রকারের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ সকালে ইন্ডিগোর বিমানে পলাশের কফিনবন্দি মৃতদেহ তার বাবা রতন দেবনাথ এবং মা অপর্ণা দেবনাথের কাঁধে ভর করে রাজ্যে অবতরণ করে।
এরপর কফিনবন্দি মৃতদেহ নিয়ে যাওয়া হয় পলাশদের বাঘবেরের বাড়িতে।l গিয়ে পৌঁছলে এলাকার মানুষ শেষবারের মতো ছোট্ট পলাশকে একটি বারের জন্য দেখতে কাতরে কাতারে ছুটে আসেন। পলাশকে শেষবারের মতো দেখতে এবং পরিবার-পরিজনদের পাশে সমবেদনা জানাতে হাজির হন বিধায়ক পিনাকী দাস চৌধুরী কল্যাণপুর ব্লকের ভাইস চেয়ারম্যান, রাজীব পাল প্রমূখ।
এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করে পলাশ সকলকে কাঁদিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে জীবনের তেরোটা বসন্ত পার করেই চিরতরে বিদায় নিল।
মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্যান্সার আক্রান্ত 13 বছরের পলাশ দেবনাথ।
137