Dharmanaga প্রতিনিধি ,৭ আগষ্ট।।
উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ওসির চেয়ারে বসার সবে মাত্র দুদিন,তার মাঝেই লরি বোঝাই চল্লিশ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করলেন খোদ ওসি সমরেশ দাস।সাথে আটক চালক রাধেশ্যাম দুবে(৬০)।তার বাড়ি উত্তর প্রদেশের খুশি নগর জেলার নির্ভয়া গ্রামে। জানা গেছে, চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের কাছে গোপন খবর আসে একটি লরি করে শুকনো গাঁজা বহিঃ রাজ্যে পাচার হবে।সেই খবরের উপর ভিত্তিতে সোমবার সকাল থেকে স্হানীয় থানার সামনের আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশিতে বসেন ওসি সমরেশ দাস ও সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস।বেলা আনুমানিক সাড়ে বারোটা নাগাদ CG04FD/9489 নম্বরের একটি বারো চাকার লরি নাকা পয়েন্টে আসলে ওসি দলবল নিয়ে যথারীতি লরিটিতে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে কেভিনের ভেতরের গোপন কক্ষ থেকে ৪৩ প্যাকেটে ২৯৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।সাথে আটক করা হয় লরি চালক রাধেশ্যাম দুবেকে। এমর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। তিনি জানান উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক চল্লিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত গাঁজা গুলি আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমর্মে চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। মঙ্গলবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মহাকুমা পুলিশ আধিকারিক।