Home » দেবাঞ্জনের ব্যাতিক্রমী সাফল্যে গর্বিত প্রত্ম শহর

দেবাঞ্জনের ব্যাতিক্রমী সাফল্যে গর্বিত প্রত্ম শহর

by admin

প্রতিনিধি কৈলাসহর:-মেধা ও মননের বহিঃ প্রকাশে গর্বিত হলো প্রত্ম শহর।পড়াশুনার পাশাপাশি ছোটবেলা থেকেই সংগীতের প্রতি যে অনুরাগ ছিল আজ তার-ই আত্মপ্রকাশে কৈলাসহরের ছেলে দেবাঞ্জন বিশ্বাস এই মুহূর্তে ভারতবর্ষের মিউজিক জগতে একটি পরিচিত নাম।সৃজনের সম্ভাবনা নিয়ে জন্ম নেওয়া সেদিনের দেবাঞ্জন আজ গর্বিত করেছে জন্মভূমিকে।সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বাই শহরের তাজ হোটেলে আর এন এম বেস্ট ক্ল্যাপ মিউজিক এওয়ার্ড ২০২৩ সম্মানে দেবাঞ্জন বিশ্বাসকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে স্বাক্ষী ছিলেন এ দেশের গর্বিত পুরুষরা। ভারতবর্ষের বিখ্যাত গায়ক সনু নিগম,ড. এল সুব্রামনিয়াম,অমিত ত্রিবেদী ও বর্তমানে বলিউড জগতের সুনামধন্য লেখক তথা বর্তমানে বলিউড জগতের বেশিরভাগ গান যিনি লিখে থাকেন বিখ্যাত ব্যক্তি নিলেশ মিশ্রা।বলতে গেলে চাঁদের হাট।শিল্পী দেবাঞ্জন তার বাংলা “আছি আমি” গানে সুর ও মিউজিক দিয়ে ২০২২ সালে today story bengal honur of excellence award পুরস্কার পেয়েছিলন।তারপর সে এই গানের জন্য বেস্ট মিউজিক ডিরেক্টর ২০২২ হিসেবে পুরস্কৃত হয়েছিল।এই মিউজিক এলবামের থিম ছিল দুটি মানুষের বাল্যকালে প্রেম জেগেছিল।তাদের দুজনের মধ্যে এতো ভালোবাসা ছিল তারা সবকিছু একে অন্যের সাথে আলোচনা করতো।কিন্তু একটা সময় তারা বিচ্ছিন্ন হয়ে যায়।বিচ্ছিন্ন হওয়ার পরও তারা তাদের স্মৃতি ধরে রাখে প্রাপ্ত বয়সে।স্মৃতিগুলি তাদেরকে আলোকিত করে তুলে।সেই মিউজিক অ্যালবামের জন্য এবছর তাকে ক্ল্যাপ মিউজিক এওয়ার্ড ২০২৩ সম্মানে ভূষিত করা হয়।শিল্পীর জীবনের এই সৃজনধারা তাকে অনন্য পরিচিতি প্রদান করবে তা হয়তো তিনি চিন্তার মধ্যোই রাখেননি।ইতিমধ্যেই তার একটি মিউজিক্যাল অ্যালবাম “সাহারা” ইতিমধ্যে পৃথিবীর ১০০ টির বেশি দেশে রেডিও মাধ্যমে প্রচারিত হয়েছে। জানা গেছে স্কুল জীবন থেকেই তার মিউজিকের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। সে অনেক ছোট বেলায় গিটার বাজানো শিখে নেয়। ছোট থেকেই মিউজিক গান সে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই করত।তার জন্য তাকে কোনদিনও জোর করতে হয়নি।সে স্কুল জীবনে দশম শ্রেণী পর্যন্ত শিশু নিকেতন স্কুলে পড়াশোনা করে।একাদশ ও দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ নিয়ে নেতাজী বিদ্যাপীঠ স্কুলে সে পড়াশোনা করেছে।তারপর উচ্চশিক্ষার জন্য উড়িষ্যার কিট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়।সেখান থেকে সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে। তারপর সেখান থেকে সে সোজা মিউজিকের জন্য চলে যায় মুম্বাই শহরে।জানা গেছে বর্তমানে সে একটি প্রজেক্ট হাতে নিয়েছে।আগামী দিনের সেই প্রজেক্টটিকে একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সাবমিট করবে।সে জানায় তার এই কৃতিত্বের জন্য গোটা পরিবারের সাপোর্ট এই জায়গায় নিয়ে এসেছে।তার পিতা বিশ্বজিৎ বিশ্বাস শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও একজন পরোপকারী মানুষ হিসেবেই সকলে চেনেন।শিল্পী দেবাঞ্জন আগামীতে ভারতের সুবিখ্যাত গায়ক সনু নিগমের সাথেও কাজের সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।তার এই কৃতিত্বের জন্য গর্বিত সকলেই।

You may also like

Leave a Comment