Home » নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে এক ব্যক্তি

নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে এক ব্যক্তি

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

শুক্রবার দুপুরে উদয়পুর টাউন মসজিদ থেকে নামাজ পড়ে আহিদ মিঞা নামে এক ব্যক্তি নিজ মোটর বাইক টিআর ০৩ এম ৬০৯১ নাম্বারের বাইকে করে বাড়ি যাবার পথে রমেশ চৌমুহনী পেট্রোল পাম্পের নিকট দুর্ঘটনার কবলে পড়ে । এর ফলে ব্যাপক রক্তক্ষরণ হয় আহিদ মিঞার । পরবর্তী সময় স্থানীয় লোকজন উদয়পুর দমকল দপ্তরে দুর্ঘটনার খবর দেয় । পরের দমকল দপ্তরের কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতালে । জানা যায় , সংখ্যালঘু এই আহিদ মিয়ার বাড়ি উদয়পুর খিলপাড়া ভাঙ্গার পাড় এলাকায় । বাইক দুর্ঘটনার খবর চাউর হতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রমেশ চৌহমুনি জুড়ে ।

You may also like

Leave a Comment