
ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগর পুর পরিষদ আয়োজিত গত ২রা জুলাই থেকে শুরু হওয়া শিশু-কিশোর নাট্য উৎসবের সমাস্তি দিনে গতকাল ৫জুলাই বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মোট ১৭টি অংশগ্রহণকারী দলের মধ্যে বিচারকের বিচারে শ্রেষ্ঠ দল বিবেচিত হয়েছে দীননাথ নারায়ণী বিদ্যামন্দির। তাদের নাটক-সুকন্যা।
দ্বিতীয় শ্রেষ্ঠ নাটক ইচ্ছেডানা, ধর্মনগর। নাটক ছিল-টুইঙ্কেল টুইঙ্কেল। তৃতীয় শ্রেষ্ঠ নাট্যদল গোল্ডেন ভ্যালী স্কুল। তাদের নাটক ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক বলাই। মোট ১৯টি পুরস্কার দেওয়া হয়। শিশু- কিশোর শিল্পীদের মধ্য থেকে শ্রেষ্ঠ অভিনয় শিল্পী সম্মান পেয়েছে গোল্ডেন ভ্যালী স্কুলের ছাত্রী শ্রীমতী আরাধ্যা কর। শ্রেষ্ঠ পরিচালনার জন্য দীননাথ নারায়নী বিদ্যামন্দিরের শিক্ষক নির্ঝর পাল ও শ্রেষ্ঠ পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছেন রঞ্জিত পুরকায়স্থ। সমাপ্তি সন্ধ্যায় মূল আকর্ষণ ছিল মাতৃ আলয় অনাথ আশ্রমের বালিকাদের অভিনীত প্রদর্শনী নাটক। সমাপ্তি অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। উপস্থিতি ছিলেন পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার সহ অন্যান্য অতিথিরা। বিশ্ব বন্ধু সেন উনার আলোচনা শেষে পুর পরিষদের কাছে অনুরোধ রাখেন এবার পূজোর পর যাত্রা উৎসব আয়োজন যাতে করা হয়।