Home » কল্যাণপুর ব্লকের কনফারেন্স হলে ব্লক ভিত্তিক একদিনের সেমিনার এবং কর্মশালা অনুষ্ঠিত হয়।

কল্যাণপুর ব্লকের কনফারেন্স হলে ব্লক ভিত্তিক একদিনের সেমিনার এবং কর্মশালা অনুষ্ঠিত হয়।

by admin

এই সময়ের মধ্যে গোটা রাজ্যজুড়ে নেশা মুক্ত ভারত অভিযান সংঘটিত করা হচ্ছে। এই বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর ব্লকের কনফারেন্স হলে ব্লক ভিত্তিক একদিনের সেমিনার এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। মূলত এই কর্মশালা থেকে আগামী দিনে নেশা মুক্ত সমাজ গঠনের আঙ্গিকে বিভিন্ন প্রকারের প্রাসঙ্গিক আলোচনা হয়।
কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সোমেন গ্রুপের সভাপতি কে আয়োজিত আজকের এই বিশেষ কর্মশালায় বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লকের সহকারি বিডিও দিলীপ দেবনাথ, ভাইস চেয়ারম্যান রাজিব পাল, বিএসি চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা প্রমুখ।
এদিনের এই কর্মশালায় কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সমূহের জনপ্রতিনিধি সহ বিভিন্ন অংশের সাধারণ মানুষরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে নেশা বিরোধী মানসিকতা তৈরীর প্রয়াস হিসেবে এক স্বতঃস্ফূর্ত রেলি ব্লক থেকে শুরু হয়ে কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এই কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সোমেন গোপ দাবি করেন বর্তমান রাজ্য সরকার বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে নেশার বারবারন্তকে মোকাবেলা করার জন্য প্রয়াস গ্রহণ করে চলেছেন। আজকের এই বিশেষ কর্মসূচি থেকে কল্যাণপুর ব্লক চেয়ারম্যান সোমেন গোপ সংশ্লিষ্ট প্রত্যেককে নিজের নিজের মতো করে নেশা বিরোধী মানসিকতা তৈরিতে উদ্যোগ গ্রহণ করার আবেদন জানান।

You may also like

Leave a Comment