
প্রতিনিধি কমলাসাগর ৭ জুন :-
কমলাসাগর বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ও ,৫ নং ওয়ার্ড,এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কেনানিয়া গ্রামে, কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য, DTW প্রজেক্ট বসানোর উদ্দেশ্যে জায়গা পরিদর্শন, এবং কৃষকদের সাথে কথাবার্তার মাধ্যমে সঠিক জায়গায়, যেখানে জলের দরকার সেই জায়গাগুলি নির্ধারণ করা হয় কৃষকদের সার্থক রক্ষায় বিভিন্ন চাষের জমি পড়ে রয়েছে জলের অভাবে তাই বিশালগ চেয়ারপারসনের উদ্যোগে এ সকল জমিকে চাষের উপযুক্ত গড়ে তোলার জন্য জলের ব্যবস্থাপনা করার প্রচেষ্টা চালিয়েছে বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা বিশালগড় ব্লকের উদ্যোগে বিভিন্ন জায়গায় ব্যবস্থা থেকে পানীয় জলের ব্যবস্থায় এক ধাপ এগিয়ে রয়েছে যাক জনগণের কাছে গ্রহণযোগ্য বলে মনে করে একাংশ । উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক চেয়ারম্যান ছন্দা দেববর্মা এবং বিশালগড় ব্লক আধিকারি গণ।