Home » মডেল ভিলেজ এর কাজকর্মের অগ্রগতির সরজমিনে দেখলেন জেলা শাসক

মডেল ভিলেজ এর কাজকর্মের অগ্রগতির সরজমিনে দেখলেন জেলা শাসক

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া,৭ই জুন।
খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া সমষ্ঠি উন্নয়ন দপ্তরের অধিন বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত সরকার দ্বারা স্বীকৃত মডেল গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ কতটুকু সম্পন্ন হয়েছে এবং আরও কি কি করার বাকি সেই লক্ষে জেলা শাসক ডি কে চাকমা আজ মডেল ভিলেজটির নানান উন্নয়নমূলক কাজকর্ম এবং কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনের আগে আজ দুপুর ১২ টায় খোয়াই জেলা শাসকের পৌর হিত্যে বিবেকানন্দ পঞ্চায়েত অফিসে হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। উক্ত বৈঠকে জেলাশাসক ডি কে চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, তেলিয়ামুড়া ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস,, পঞ্চায়েত প্রধান নির্মল সুত্রধর, বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিক, পঞ্চহায়েত সদস্য সহ অন্যান্যরা। এদিনের এই পর্যালোচনা বৈঠকে মডেল ভিলেজ বিবেকানন্দ পঞ্চায়েত কে আরও সুন্দর করে সাজানোর জন্য এবং পঞ্চায়েতের অধীন মানুষের জন্য সুযোগ সুবিধা কিভাবে আরও বেশি করে পৌছানো যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে জেলা শাসক সহ সমস্ত আধিকারিক গন পঞ্চায়েত এলাকাধীন রাস্তাঘাট, টয় লেট, বিদ্যুৎ ব্যবস্থা, পানীয়জল ইত্যাদি সরজমিনে পরিদর্শন করেন । এদিনের এই পরিদর্শন সম্পর্কে খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা জানান, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত রাজ্যের মধ্যে একটা মডেল ভিলেজ। এই ভিলেজটিকে কিভাবে আরো উন্নয়ন করা যায়, জনগণকে আরো বেশি পরিষেবা কিভাবে দেওয়া সম্ভব তা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করে একটা রূপরেখা তৈরি করার জন্যই বৈঠক. আগামী দিনে ও কাজের অগ্রগতি নিয়ে হবে আলোচনা। সকলে মিলে আমরা বিবেকানন্দ পঞ্চায়েত কে উন্নয়নের ঠিক করে নিয়ে যাব।

You may also like

Leave a Comment