Home » গুনীজনদের সম্মাননা জ্ঞাপন করেন বিধায়ক সুশান্ত দেব

গুনীজনদের সম্মাননা জ্ঞাপন করেন বিধায়ক সুশান্ত দেব

by admin

সত্যভাষণ প্রতিনিধি, বিশালগড়, ৬ জুন।।। সমাজের সকল অংশের সকল পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিশালগড়ের সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। বিশালগড়ে সুস্থ সংস্কৃতির বিকাশে যাদের অবদান রয়েছে তাদের ভুলে যাননি তিনি। বরং সাহিত্য সংস্কৃতির জগতের গুনীজনদের সাথে নিয়ে বিশালগড়ের সার্বিক বিকাশ যাত্রা তরান্বিত করতে চান বিধায়ক সুশান্ত দেব। তাই শিল্প সাহিত্য সংস্কৃতির জগতের গুনীজনদের সম্মাননা প্রদান করেন তিনি। বুধবার বিশালগড় সূর্য কিরণ মিলনায়তনে গুনীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পোশাকি নাম ছিল কলাকুঞ্জ। গুনীজন সংলাপ ও সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ আরও অনেকে। এদিন দেড় শতাধিক লেখক কবি প্রকাশক শিল্পী বাচিক শিল্পী যাত্রা শিল্পী নাট্য শিল্পী নৃত্য শিল্পীকে সম্মাননা জ্ঞাপন করেন বিধায়ক সুশান্ত দেব। একসঙ্গে এতো সংখ্যক শিল্পী সংবর্ধনা অতীতে কখনো দেখেনি বিশালগড়। বিধায়ক সুশান্ত দেব ভাষণে বলেন সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে সমাজের অপসংস্কৃতি দূর করতে হবে। বনেদী শহর বিশালগড়ের মান উঁচু করেছেন আপনারাই। সংস্কৃতি চর্চায় কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। আপনারা সংস্কৃতি চর্চায় নবপ্রজন্মকে উৎসাহিত করুন। আজকের যুব সমাজ সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হতে চায়না। খেলাধুলা শরীর চর্চা করেনা। তাদের ডাকুন। নেশা মুক্ত বিশালগড় গড়তে হলে সংস্কৃতি চর্চা আরও বাড়াতে হবে। আপনারাই পারেন বিশালগড়ের হৃতগৌরব ফিরিয়ে আনতে।

You may also like

Leave a Comment