Home » দুর্গাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পথ চলা শুরু সময়ের অপেক্ষা মাত্র

দুর্গাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পথ চলা শুরু সময়ের অপেক্ষা মাত্র

by admin

প্রতিনিধি মোহনপুর:-আগামী ১৬ই জুন উদ্বোধন হতে চলেছে দুর্গা বাড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। বামুটিয়া বিধানসভার দুর্গা বাড়ি চা বাগানে নবনির্মিত এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনকে ঘিরে অপেক্ষায় দিন গুনছেন স্হানিয়রা। বুধবার উদ্বোধনের আগে নবনির্মিত পাকা ভবন পরিদর্শনে যান বামুটিয়া প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, জেলা পরিষদের সদস্যা পাপিয়া দাস নন্দী এবং অন্যান্য জনপ্রতিনিধি ও নেতৃত্বরা।
দুর্গাবাড়ি চা বাগান সমেত তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মানুষকে সঠিক সময়ে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে স্থাপন করা হচ্ছে দুর্গাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। উদ্বোধন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।এলাকার ব্যাপক অংশের মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা নেওয়ার ক্ষেত্রে ইতিপূর্বে আগরতলা অথবা গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছোটতে হত। বর্তমানে দুর্গা বাড়িতে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন হতে যাওয়ায় এলাকার মানুষ হাতের নাগালি পেয়ে যাবেন স্বাস্থ্য পরিষেবা। এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল দুর্গাবাড়ি এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করার। বিজেপি আইপিএফটি সরকার এই দাবি পূরণে শুধু ভূমিকায় গ্রহণই করেনি। দাবির বাস্তবায়ন ঘটিয়ে দেখিয়ে দিয়েছে। এলাকায় নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন হতে যাওয়ায় অত্যন্ত উৎসাহ এলাকার সাধারণ মানুষের মধ্যে।

You may also like

Leave a Comment