Home » ‘বিল মেটানোর জন্য কোনও বড়লোক বয়ফ্রেন্ড নেই’, বিদ্যুতের বিল দেখে মাথায় হাত শ্রীলেখার

‘বিল মেটানোর জন্য কোনও বড়লোক বয়ফ্রেন্ড নেই’, বিদ্যুতের বিল দেখে মাথায় হাত শ্রীলেখার

by admin

এক দিকে পরিবেশ দূষণের ভাবনা তাঁকে তাড়া করে বেড়াচ্ছে অনবরত। অন্য দিকে, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ছাড়া এক মুহূর্তও টিকে থাকা দায় হয়ে উঠেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। এ ছাড়াও তাঁর প্রিয় পোষ্যেরা আছে। তারাও ঠান্ডা ছাড়া মোটে থাকতে পারে না। তাই ঘর ঠান্ডা রাখার যন্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল অভিনেত্রী। তাঁর ১১ তলার ফ্ল্যাটের চারটে ঘরেই সর্ব ক্ষণ চলছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। মাসের শুরুতে ইলেকট্রিকের বিল হাতে পেতেই মাথায় হাত অভিনেত্রীর। ফেসবুকে লিখলেন, “এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯,৭৪০ টাকা।”একটি বাড়িতে চারটে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র প্রতি দিন চললে কি এত টাকা বিল আসা স্বাভাবিক? আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা বলেন, “মানছি আমাদের বাড়িতে অনেক ক্ষণ এসি চলে, কিন্তু তা বলে প্রায় ১০ হাজার টাকা বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও দিয়েছি পাঁচ হাজার, ছ’হাজার টাকা বিল। তা বলে এই টাকাটা আমি ভাবতে পারছি না। আমার তো কোনও বড়লোক বয়ফ্রেন্ড নেই যে টাকা দিয়ে যাবে আমায়। আমি অবিলম্বে কোম্পানিতে অভিযোগ জানাব।”

You may also like

Leave a Comment