Home » গন্ডাছড়া মহকুমা এলাকার কৃষকদের মধ্যে আলু বিতরণ করা হয়

গন্ডাছড়া মহকুমা এলাকার কৃষকদের মধ্যে আলু বিতরণ করা হয়

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ৬ ডিসেম্বর:- ধলাই জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে গন্ডাছড়া মহকুমা এলাকার কৃষকদের মধ্যে আলু বিতরণ করা হয়। এই দিন গন্ডাছড়া টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩০০ জন কৃষকের মধ্যে আলু ও অন্যান্য সবজি বীজ বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রের কৃষি বিজ্ঞানী রুবিন দেববর্মা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মন্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার, কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, রাইমাভ্যালী মন্ডলের কিষান মোর্চা সভাপতি দরবাছা চাকমা প্রমূখ। সেখানে আলোচনা করতে গিয়ে মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কৃষি কাজের উন্নয়নে কৃষকদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করছে। তিনি বলেন কিষান সম্মান নিধি প্রকল্পে বছরে ৬ হাজার টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও সার, বীজ, ওষুধ থেকে শুরু করে কৃষিকাজের নানান যন্ত্রাংশ কৃষকদের মধ্যে দেওয়া হচ্ছে। কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের এই কাজে কৃষকরাও দারুন খুশি বলে মন্ডল সভাপতি জানান।

You may also like

Leave a Comment