প্রতিনিধি, বিশালগড় , ৬ ফেব্রুয়ারি।। চার বছর পর আবারও বিশালগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধা মনন ও সৃজনের উৎসব বইমেলা। বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড় পৌর পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে বই মেলা। বৃহস্পতিবার বিশালগড় পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে বইমেলা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, ডি সি এম দেবযানী চৌধুরী, ব্লকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান তপন দাস সহ পৌর পরিষদের সকল সদস্য সদস্যা এবং সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সর্বসম্মতিক্রমে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী বৈঠকে বইমেলাকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত নেয়া হবে। মহকুমার সকল সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তর, ক্লাব সামাজিক সংস্থাকে বৈঠকে আমন্ত্রণ করা হবে। বইমেলা উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশনার ভাবনা রয়েছে। বিশালগড় টাউন বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলতি মাসে এই বইমেলা আয়োজনের চিন্তাভাবনা রয়েছে। আগামী মঙ্গলবারের বৈঠকে প্রস্তুতি কমিটি গঠন সহ প্রতিটি সাব কমিটি গঠন করে সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিধায়ক সুশান্ত দেব জানান তিন দিনের বইমেলায় সেমিনার, ক্যুইজ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, কবি সম্মেলন ইত্যাদি করার প্রাথমিক আলোচনা হয়েছে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলা সফল করতে মহকুমার সকল অংশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন বিধায়ক সুশান্ত দেব।
60