প্রতিনিধি,গন্ডাছড়া ৭ ডিসেম্বর:- গোটা দেশের সাথে গন্ডাছড়া মহকুমাতেও ৭ ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস উদযাপন করা হয়। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে উদযাপিত হয় সশস্ত্র বাহিনী পতাকা দিবস। এই উপলক্ষে এন এস এস স্বেচ্ছাসেবীরা সশস্ত্র বাহিনীর পতাকা স্টিকার বিলি করে তহবিলের উদ্দেশ্য অর্থ সংগ্রহ করে। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অর্থ প্রদান করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা,উপাধ্যক্ষ, বিদ্যালয় পরিদর্শক সহ পরিদর্শক কার্যালয়ের কর্মীরা। পাশাপাশি অর্থ’রাশি সংগ্রহে মহকুমা সদর বাজার, যানবাহন,মহকুমা হাসপাতাল,থানা,ব্যাঙ্ক সহ বিভিন্ন সরকারী কার্যালয়ে যায় এন এস এস স্বেচ্ছাসেবীরা। অত্যন্ত আগ্রহের সাথে সেচ্ছাসেবী’দের আবেদনে সাড়া দিয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে দান করেন অর্থ’রাশি। এদিন স্বেচ্ছাসেবীদের এই অভিযান প্রত্যক্ষ করে তাতে অর্থ প্রদান করেন সীমান্ত সুরক্ষা বাহিনী এবং টি এস আর জওয়ানরা। এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ জানান সংগ্রহ করা অর্থ রাশি সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলে দানের উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্য এন এস এস সেল এ প্রদান করা হবে। তিনি আরও জানান,গত বছর গোটা রাজ্যে সর্বমোট ২ লক্ষ ৬১ হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল। এর থেকে পঞ্চাশ হাজার টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এবং দুই লক্ষ এগার
হাজার টাকা রাজ্য সৈনিক বোর্ডে প্রদান করা হয়।উল্লেখ্য গত বছর গোটা রাজ্যের মধ্যে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিট সবচেয়ে বেশি অর্থ প্রদান করেছিল।
গন্ডাছড়া দ্বাদশ বিদ্যালয়ে এন এস এস ইউনিটের সশস্ত্র বাহিনী দিবস পতাকা উদযাপন
22
previous post