Home » মেগা লাকি ড্র ও বাম্পার লাকি ড্রতে বিজয়ী ক্রেতা বন্ধুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আগরতলা প্রেস ক্লাবে

মেগা লাকি ড্র ও বাম্পার লাকি ড্রতে বিজয়ী ক্রেতা বন্ধুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আগরতলা প্রেস ক্লাবে

by admin

আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের অন্যতম স্বর্ণ শিল্প প্রতিষ্ঠান স্বর্ণ কমল জুয়েলার্স ( আগরতলা ও উদয়পুর ) এর দুর্গাপূজা ও ধানতেরাসের ডেইলি লাকি ড্র ও মেগা লাকি ড্র ও বাম্পার লাকি ড্রতে বিজয়ী ক্রেতা বন্ধুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আগরতলা প্রেস ক্লাবে ৭ই ডিসেম্বর । বিজয়ী ক্রেতা বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানকে আলোকিত করে মোট তিনজন দশ গ্রাম করে মেগা লাকি ড্রতে সোনার নেকলেস ( দুর্গাপূজা ও ধনতেরাস উৎসব মিলিয়ে) । বাম্পার লাকি ড্র তে হীরের নেকলেস জিতেন ধনতেরাস উৎসব বিজয়ী ।‌ দূর্গা পূজাতে প্রতিদিন লাকি ড্রতে HOME APPLANCES ২২ জন আগরতলা , ১১ জন উদয়পুরের বিজয়ী হন । ধনতেরাসে প্রতিদিনের লাকি ড্র তে আগরতলা ২৪ জন গোল্ড কয়েন ও উদয়পুরে ১২ জন বিজয়ী হন । সব মিলিয়ে ৭৩ জন বিজয়ী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ‌ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ ও সংস্থার ডাইরেক্টর জয় নাগ ও দীবাকর নাগ সংস্থার মুখপাত্র সুরজিৎ চক্রবর্তী । স্বাগত ভাষণের সংস্থার ২৪ বছরের যাত্রার নানা দিক তুলে ধরেন ও আগামী দিনে এই পথ চলাতে সকল ত্রিপুরাবাসীর ভরসা ও বিশ্বাসের উপর জোর দেন । সকল ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব উপলক্ষে উপস্থিতির জন্য ।

You may also like

Leave a Comment