প্রতিনিধি কৈলাসহর:-সংস্কৃতির শহরে এই প্রথমবার অনুষ্ঠিত হবে লোক শিল্পীদের সমন্বয়ে লোকগানের বর্ণময় উৎসব। লোক সংস্কৃতি সংসদের উদ্যোগে এবং কৈলাসহর পুর পরিষদের সহযোগিতায় আগামী ২৮ এবং ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের রাজ্য ভিত্তিক বাউল উৎসব।এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরা অংশগ্রহণ করবেন।বাউল সংগীতের এই বিশেষ আয়োজন কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ময়দানে অনুষ্ঠিত হবে।লোক সংস্কৃতি সংসদের বরিষ্ঠ সভাপতি অরুণ নাথ সর্বস্তরের মানুষকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাউল সংগীত উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন।এই আয়োজনের সাফল্য নিশ্চিত করতে আজ সকালে চন্ডিপুরের বিধায়ক তথা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের চন্ডীপুর স্থিত বাসভবনে দেখা করেন লোক সংস্কৃতি সংসদের বরিষ্ঠ সভাপতি অরুণ নাথ,সমাজ সেবক অরুণ সাহা আইনজীবি সন্দীপ দেবরায় সহ অন্যান্যরা। তারা বাউল উৎসবের আয়োজন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
32