Home » আসাম রাইফেলের উদ্যোগে অগ্মিপথের প্রশিক্ষণ শুরু

আসাম রাইফেলের উদ্যোগে অগ্মিপথের প্রশিক্ষণ শুরু

by admin

প্রতিনিধি কৈলাসহর:-প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২০২২ সালের ১৪ই জুন ‘অগ্নিপথ’ নামে একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন।এই প্রকল্পের অধীনে যুবকদের চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হবে। অগ্নিপথ যোজনা ২০২২ এর অধীনে নির্বাচিত যুবকদের বলা হবে ‘অগ্নিবীর’। ১৭ থেকে ১৮ অর্থাৎ টিনেইজার যারা বিভিন্ন ড্রাগসের নেশায় আক্রান্ত হয়ে গেছে এবং যে সমস্ত যুবকরা নিজেদের সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ তাদেরকে অগ্নিবির তৈরি করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাধানগর আসাম রাইফেল। কৈলা শহর এবং কুমারঘাট মহকুমার অন্তর্গত প্রায় ৩০ জন যুবক যুবতি কে প্রায় একমাস ব্যাপী তাদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছেন আসাম রাইফেলসের অফিসার এবং সৈনিকরা। যাতে করে শৃঙ্খলা এবং ভারত মায়ের প্রতি নিজেকে সমর্পণ করার ভাবনায় তাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। রাধানগর আসাম রাইফেল স ক্যাম্পের তরফে আবেদন জানানো হয়েছে যে সমস্ত যুবক-যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের কাছে সুন্দর ভবিষ্যৎ নির্মাণের উপযুক্ত একটি মাধ্যম হচ্ছে অগ্নিবির যোজনার মাধ্যমে নিজেদের তৈরি করতে বিনামূল্যে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করার জন্য। যাতে করে এই জেলা তথা রাজ্য এবং দেশের জন্য কাজ করতে পারবে। তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের চিন্তা করেই রাধানগর আসাম রাইফেল ক্যাম্প এ ধরনের উদ্যোগ জারি রেখেছে। যাতে করে যুবক যুবতীরা কেন্দ্রীয় সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ লাভ করতে পারে।

You may also like

Leave a Comment