
প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর মহকুমার দুটি হাসপাতালে পরিশ্রোত পানীয় জল সরবরাহের জন্য উদ্যোগ নিল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দুটি পরিশোধিত পানীয় জল সরবরাহকারী মেশিনের। জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মঙ্গলবার। গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কাতলা মারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গ্রামীন এলাকাতে হওয়ায় পরিশ্রুত পানীয় জলের ক্ষেত্রে অনেকাংশেই সমস্যা সম্মুখীন হতে হয় রোগীদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের মতো করে ব্যবস্থা করে রেখেছেন হাসপাতালগুলোতে। কিন্তু এই ব্যবস্থা আরো মজবুত করতেই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য। তিনি বলেন সরকার সর্বদা মানুষের পাশে থেকে কাজ করার জন্য বদ্ধপরিকর। রোগীদের এবং চিকিৎসকদের সুবিধা ও অসুবিধার বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীরা গরম জল, ঠান্ডা জল এবং স্বাভাবিক জল খাওয়ার ক্ষেত্রে সরাসরি সুবিধা পাবেন। পরে হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন জেলা সভাধিপতি। কাতলামার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রিনা দেববর্মা, স্থানীয় জেলা পরিষদ সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।