প্রতিনিধি,গন্ডাছড়া ৫ ডিসেম্বর:- সীমান্ত গ্রাম কান্তি বিরুকা নাম শীর্ষক প্রোগ্রামের ট্রেইনাররা বিল না পেয়ে মঙ্গলবার গন্ডাছড়া তথ্য সংস্কৃতি দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার বিবরণে জানা যায় গত ১৯ জুলাই থেকে গন্ডাছড়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমার ডুম্বুর নগর এবং রইস্যাবাড়ী ব্লকের অন্তর্গত সীমান্ত এলাকার স্কুলগুলিতে দুই সপ্তাহ ব্যাপী সীমান্ত গ্রাম কান্তি বিরুকা নাম উৎসব উদযাপন করা হয়। সেখানে দশ জন ট্রেইনার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নাচ-গান, নাটক, অংকন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়। কিন্তু আজ পর্যন্ত তাদের কোন অনারিয়াম দেওয়া হয়নি। ট্রেইনাররা বিলের জন্য বেশ কয়েকবার গন্ডাছড়া তথ্য সংস্কৃতি দপ্তরে যোগাযোগ করলেও কোন কাজ হয়নি। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আজ নয় কাল এই করতে করতে ৫ মাস কাটিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে ট্রেইনাররা আজ তথ্য সংস্কৃতি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ডিসিএম সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ডিসিএম ট্রেইনারদের সাথে দীর্ঘ আলোচনা পর প্রতিশ্রুতি দেন আগামীকালের মধ্যে তাদের বকেয়া বিলের টাকা মিটিয়ে দেওয়া হবে। ডিসিএমের কাছ থেকে এহেন আশানুরূপ প্রতিশ্রুতি পেয়ে ট্রেইনাররা অফিস তালা মুক্ত করে দেয়।
120
previous post