127
প্রতিনিধি, উদয়পুর :-
দীর্ঘদিন ধরে উদয়পুর মহারানী কলোনী এলাকার দুই পরিবারের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। অবশেষে রবিবার সকালে উদয়পুর মহারানী এলাকার বাসিন্দা আবির আলী তার বাড়ির জায়গা তৈরী করার জন্য বৈদ্যুতিক মোটর চালিয়ে জল ব্যবহার করার সময় পাশের বাড়ির নবির হুসেন বাধা দেয়।আর এই নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরবর্তী সময়ে হাতাহাতি রূপ নেয়। আর এতে দুই পরিবারের সাত জন গুরুতর আহত হয়। আহতরা হল আবির আলী,সালেমা খাতুন, সুফিয়া বিবি,নাবির হুসেন,কামাল হোসেন,উপ্রা হুসেন সহ আরো একজন। তারা সকলেই গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।খবর লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করে নি কোন পক্ষ। কিন্তু জানা গিয়েছে দুই পক্ষ থেকে মামলা করা হবে একে অপরের বিরুদ্ধে ।