প্রতিনিধি কৈলাসহর:-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন কে ঐতিহাসিক রূপ দিতে পাবিয়াছড়া মন্ডলের সহায়তায় এবং বিধায়ক ভগবান দাসের উদ্যোগে আগামী ১৭ই সেপ্টেম্বর কুমারঘাট পিডব্লিউডি মাঠে অনুষ্ঠিত হবে নম বিকাশ উৎসব।এই উৎসব মূলত সামাজিক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ভাবনাকেই সূচিত করবে।১৭ই সেপ্টেম্বর সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিধায়ক ভগবান দাস।অনুষ্ঠানের সূচনা পর্বে ৫০০ জন যুবক নমো টি-শার্ট পড়ে যোগা পরিবেশন করবে। এরপর কুমারঘাট শহরে স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় ও দেশের কল্যাণে যজ্ঞানুষ্ঠান করা হবে।এই নম বিকাশ উৎসবকে কেন্দ্র করে ৭৩ জন দিব্যাঙ্গজন কে বিভিন্ন ধরনের চলন সামগ্রী বিতরণ করা হবে ও ৭৩ জন দারিদ্র সীমার নিচে বসবাসকারী তাদের রেশন কার্ড প্রদান করা হবে এবং ৭৩ জন ছাত্রছাত্রীকে গীতা দান করা হবে।পাশাপাশি ড্রাগস ফ্রি ইন্ডিয়া কর্মসূচি হিসেবে বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠিত হবে।১৭ই সেপ্টেম্বর সন্ধায় সাংস্কৃতিক মঞ্চে থাকছে সংগীতের জলসা। এই অনুষ্ঠানকে আরো বেশি সুন্দর এবং সমৃদ্ধ করতে ভারতের ২৮ টি রাজ্য থেকে শিল্পীরা উপস্থিত হবেন। প্রতিটি রাজ্যের চিরাচরিত সংস্কৃতি এবং পরম্পরাগত পোশাকে তাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে।প্রধানমন্ত্রীর জন্মদিনে সেদিনের সন্ধ্যায় ৭৩ টি মোমবাতি প্রজ্বলিত হবে এবং একই সাথে ৭৩ টি আকাশ বাতি মুক্ত আকাশের দিকে উড়িয়ে দেওয়া হবে। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মজীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।এরপর ভারতবর্ষের এই সময়ের দুই পরিচিত কন্ঠ শিল্পী অনন্যা চক্রবর্তী এবং স্নিগ্ধজিৎ ভৌমিকের গানের অনুষ্ঠান থাকবে।বিধায়ক শ্রী দাস অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন,মূলত গোটা বিশ্বে বর্তমান ভারতবর্ষ এক মহিমান্বিত অবস্থানে গিয়ে পৌঁছেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে।যেখানে চন্দ্রযান-৩ মহাকাশে পৌঁছে ভারতকে বিশ্বের দরবারে অন্য এক পরিচিতি দিয়েছে।আমরা পরিলক্ষিত করেছি বিদেশের মাটিতে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পা ছুঁয়ে প্রণাম করেন তখন আমাদের বুক গর্বে ভরে উঠে। বিদেশ ভূমিতে যখন ভারতের জাতীয় সংগীত পরিবেশিত হয় তার থেকে গৌরবের মুহূর্ত আর কি হতে পারে আমাদের জন্য।আর এই সবই সম্ভব হয়ে উঠছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য।যার স্বচ্ছ চিন্তাধারায় দেশ প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।নম বিকাশ উৎসব কর্মসূচিতে এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ এক ঝাঁক নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উৎসব কমিটির কনভেনার তথা বিধায়ক ভগবান দাস।এই অনুষ্ঠানের ব্যয় সম্পর্কে প্রশ্ন করা হলে বিধায়ক জানিয়েছেন পাবিয়াছড়া মন্ডলের অন্তর্গত ৫৯টি বুথ কমিটি এবং ৮০০ পৃষ্ঠা প্রমুখ রয়েছে।প্রতিটি বুথে একটি করে ডোনেশন বক্স রাখা থাকবে।মন্ডল থেকে জেলা স্তর অব্দি প্রতিটি বিজেপি কর্মীদের সাধ্যানুযায়ী ডোনেশন বক্সে যে অর্থ দান করবেন তা থেকেই নম বিকাশ উৎসবের ব্যায়ভার বহন করা হবে।আজকের এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক ভগবান দাস ছাড়াও উপস্থিত ছিলেন পাবিয়াছড়া মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ সিনহা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক তথা এই উৎসবের জয়েন্ট কনভেনার বিকাশেন্দু দে।
108
next post