২০০ কোটি টাকা তছরুপের মামলায় গ্রেফতার হয়েছিলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। আপাতত জেলেই রয়েছেন সুকেশ। আর্থিক তছরুপের ওই মামলায় সুকেশের সঙ্গেই জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ও। সুকেশের সঙ্গে যোগ রয়েছে অভিনেত্রীর— এই মর্মে তাঁর বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিটও গঠন করে ইডি। বছর দুয়েক ধরে এই মামলাতেই একাধিক বার আদালতে চক্করও কাটতে হয়েছে জ্যাকলিনকে। বিদেশযাত্রার জন্যও বার বার আদালতে আর্জিও জানাতে হয়েছে তাঁকে। ওই মামলাতেই বুধবার ফের দিল্লির আদালতে হাজিরা দিলেন বলিউড অভিনেত্রী।গ্রেফতার হওয়ার পরে সুকেশকে জেরা করে উঠে আসে তাঁর ‘বান্ধবী’ জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাম। প্রতারণা মামলায় অভিযুক্ত হন বলিউড অভিনেত্রী। মামলার তদন্ত ভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত বছর ইডির চার্জশিটের ভিত্তিতেই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় জ্যাকলিনকে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান অভিনেত্রী।
পিছু ছাড়ছে না আদালতের গেরো, ২০০ কোটি টাকা তছরুপের মামলায় ফের দিল্লি কোর্টে জ্যাকলিন
by admin
written by admin
184
previous post