Home » সাংবাদিক পরিবারের সঙ্গে বিধায়কের কুশল বার্তা

সাংবাদিক পরিবারের সঙ্গে বিধায়কের কুশল বার্তা

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৬ জুন।। বিশালগড়ের নবনির্বাচিত তরুণ বিধায়ক সুশান্ত দেব অভিনব ভাবনার প্রতিফলন সরূপ বিশালগড় মহকুমার কর্মরত সাংবাদিকদের সম্মাননা জ্ঞাপন করেন। সোমবার সন্ধ্যা রাতে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় সূর্য কিরণ মিলনায়তনে। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম সহ মহকুমার সকল সাংবাদিকগন। সাংবাদিক পরিবারের সদস্যা, শিশুরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকল সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়ের পর ফুল এবং উপহার সামগ্রী প্রদান করে সম্মাননা জানান বিধায়ক সুশান্ত দেব। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন বিশালগড়ের সাংবাদিকদের সমস্যা নিরসনে তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বিশালগড় প্রেস ক্লাবের স্থায়ী ঠিকানা অচিরেই হয়ে যাবে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনে কোথাও কোন অসুবিধা হলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিশালগড়কে উন্নয়নের নিরিখে শ্রেষ্ঠ বিধানসভা করতে সাংবাদিকদের সুপরামর্শ এবং সহযোগিতা কামনা করেন বিধায়ক। এছাড়া নেশার কুপ্রভাব থেকে যুব সমাজকে রক্ষা করতে নেশা মুক্ত বিশালগড় গড়তে পাড়ায় পাড়ার নাগরিকদের নিয়ে সচেতনতা সভা করা হবে বলে জানান তিনি। সবশেষে সাংবাদিকদের সঙ্গে এক পংক্তিতে বসে ভোজন করেন বিধায়ক সুশান্ত দেব। রাজ্যের বিশিষ্ট শিল্পী রাজেশ ঘোষের কন্ঠে গজল সহ নানা সংগীতে অনুষ্ঠান ভিন্ন রূপ পায়। এদিন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় মহকুমা শাখার পক্ষ থেকে বিধায়ক সুশান্ত দেব কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

You may also like

Leave a Comment