Home » জুলাই মাসে কসবা তারাপুর সীমান্ত হাট পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু

জুলাই মাসে কসবা তারাপুর সীমান্ত হাট পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৬ জুন।। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের শেষ দিকে পুনরায় চালু হবে কসবা তারাপুর সীমান্ত হাট। করোনা মহামারী পরিস্থিতিতে কসবা তারাপুর সীমান্ত হাটের ঝাপ বন্ধ হয়ে গিয়েছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় সীমান্ত হাট চালুর প্রক্রিয়া শুরু হয় । এ বিষয়ে গত এক বছর ধরে দুই দেশের বিদেশ মন্ত্রনালয়ের মধ্যে আলোচনা চলে। অবশেষে দিল্লি এবং ঢাকার সবুজ সংকেত পাওয়ার পর সীমান্ত হাট পুনরায় চালু করতে জেলা পর্যায়ে কাজ শুরু হয়েছে। এ নিয়ে ভারতের সিপাহীজলা এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে কসবা তারাপুর সীমান্ত হাটেই হয় বৈঠক। বৈঠকে ভারতের পক্ষে ছিলেন হাট পরিচালন কমিটির চেয়ারম্যান তথা সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ বিএসএফ এবং পুলিশ আধিকারিকরা। বাংলাদেশের পক্ষে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা শাসক হেলেনা পারভীন, কসবা উপজেলার নির্বাহী আধিকারিক মহম্মদ আমিনুল ইসলাম হাসান খান। দুই দেশের আধিকারিকরা সীমান্ত হাট পরিদর্শন করেন। হাট বন্ধ থাকার কারণে জঙ্গলে ঢেকে যায়। স্টল এবং বাকি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে হাট সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করা হবে। সংস্কার কাজ শেষ হলে দুই দেশের জেলা স্তরের আধিকারিকরা ফের সীমান্ত হাট পরিদর্শন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের মধ্যে পুনরায় হাট চালু হবে বলে জানান বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস।

You may also like

Leave a Comment