প্রতিনিধি, বিশালগড় , ৬ জুন।। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুটি আরোহীর। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে বিশালগড় থানাধীন জাতীয় সড়কের জাঙ্গালিয়ায়।
জানা যায়, উত্তর চড়িলামের গৌতম কলোনি এলাকার চন্দন দেবনাথ টিআর ০৭ এফ ৫৬০৫ নম্বরের স্কুটিতে চেপে বিশালগড় থেকে চড়িলামে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
যাওয়ার পথে জাঙ্গালিয়া ব্রিজের উপর বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ডি আই গাড়ি স্কুটি সহ চন্দন দেবনাথকে পিষে দিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই চন্দন দেবনাথের মাথা ফেটে চৌচির হয়ে যায়। পথেই প্রাণ যায় চন্দন দেবনাথের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বিশালগড় থানার পুলিশের উপস্থিতিতে দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান মৃত চন্দনের পরিবারের সদস্যরা। কান্নার রোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। কয়েকমাস আগে মৃত চন্দনের স্ত্রীর অকাল মৃত্যু হয়েছিল অগ্নিদগ্ধ হয়ে । ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনায় পথেই প্রাণ গেলো স্কুটি আরোহীর
84