
প্রতিনিধি, বিশালগড়, ৬ মে।। নতুন সড়কে জুড়ে যাবে দু’টি গ্রাম। চড়িলাম বিধানসভার রামছড়া এবং রাঙাপানিয়া দু’টি গ্রামের সংযোগ স্থাপন হচ্ছে রাস্তা নির্মাণের ফলে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। মানুষে মেশিনে চরম ব্যাস্ততা পরিলক্ষিত হয় শনিবার। পূর্ত দপ্তর নির্মাণ কাজ করছে। প্রায় ১২ শত মিটার রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে উপকৃত হবে দু’টি গ্রামের কয়েক হাজার মানুষ। রামছড়া এবং রাঙাপানিয়া কৃষি প্রধান গ্রাম। চাষীদের উৎপাদিত ফসল অতিসহজেই বাজারজাত করা যাবে। দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন সেখানকার জনতা। বামামলে একবার ইটের সলিং করে তিনবার মঞ্জুরীকৃত অর্থ লোটপাট হয়েছে। বিশালগড় ব্লকের ১৭ কোটি কেলেঙ্কারির দাগ রয়েছে এই সড়কে। এরপর আর এই রাস্তার দিকে ফিরে তাকায়নি। খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে উঠে তথাকথিত স্বর্ণযুগের ইট সলিং রাস্তা। সরকার পরিবর্তনের পর স্থানীয় জনতার দাবি পূরণের উদ্যোগ নেন এলাকার সাবেক বিধায়ক তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। তেইশের নির্বাচনের আগেই অর্থ মঞ্জুর হয় এবং কাজের টেন্ডার হয়। ভোট প্রক্রিয়া সম্পন্ন হতেই উন্নয়ন মূলক কাজকর্ম শুরু হয়েছে। বহুকাঙ্ক্ষিত রামছড়া রাঙাপানিয়া রাস্তার নির্মাণ শুরু হয়। জোর গতিতে চলছে কাজ। ম্যাটেলিং কাজ চলছে। এরপর হবে কার্পেটিং এর কাজ। পিচঢালা ঝকঝকে রাস্তা উপহার পাবে সেখানকার জনতা। স্থানীয় সমাজসেবক সুমন দেবনাথ জানান দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষাকালে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।চড়িলামের প্রাক্তন বিধায়ক যীষ্ণু দেববর্মনের ঐকান্তিক প্রচেষ্টায় আজ নির্মাণ হচ্ছে নতুন পিচঢালা সড়ক। এতে খুশি স্থানীয় জনতা।