Home » সিপাহীজলায় ৩৪০ জন চাষি পেলেন আলুর বীজ

সিপাহীজলায় ৩৪০ জন চাষি পেলেন আলুর বীজ

by admin

প্রতিনিধি , বিশালগড়, ৬ ডিসেম্বর।। কৃষকদের আয় দ্বিগুণ করা সরকারের অন্যতম প্রধান লক্ষ। সেই লক্ষ্য পূরণে সরকারের যাবতীয় প্রয়াস জারি রয়েছে। সোনার ফসল ধান ঘরে উঠেছে। এবার সবজি আলু ইত্যাদি চাষাবাদের পালা। এই আলু চাষীদের পাশে দাঁড়িয়েছে সরকার। শুরু হয়েছে বিনামূল্যে আলুর বীজ বিতরণ প্রক্রিয়া। মঙ্গলবার সিপহীজলা জেলার ৩৪০ জন চাষির মধ্যে ৫০ কেজি করে আলুর বীজ বিতরণ করা হয়। এতে খরচ হয়েছে প্রায় সাত লক্ষ টাকা।কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্রামগঞ্জে আয়োজিত আলুর বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলা কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা প্রমূখ। জেলা সভাপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন বর্তমান সরকার কৃষকদের অর্থনৈতিক বিকাশে আন্তরিক ভাবে কাজ করছে। কৃষাণ সম্মান নিধি, ফসল বিমা, কেসিসি ইত্যাদি প্রকল্পে চাষীরা দারুণভাবে উপকৃত হয়েছে। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন বিগত দিনে চাঁদার জুলুম সহ্য করতে হয়েছে চাষীদের। আর এখন কোন রাজনৈতিক রঙ না দেখে সকল চাষীদের কল্যাণে কাজ করছে সরকার। কৃষি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা বলেন কৃষি যন্ত্রপাতি সার ঔষধ ইত্যাদি বিতরণ করা হচ্ছে। জেলায় পাওয়ার টেলার নেওয়ার লোক খুঁজে পাচ্ছি না। আরও চাষীদের মধ্যে বীজ বিতরণ করা হবে। আলু চাষের জন্য সার ঔষধ ইত্যাদি দেওয়া হবে।

You may also like

Leave a Comment