Home » রাবার বাগানে দুস্কৃতি হানা

রাবার বাগানে দুস্কৃতি হানা

by admin

সোমবার রাতের আঁধারে কচুছড়া থানার অন্তর্গত ডাববাড়ি, যোগেন্দ্র পাড়ার উতম দাস এর রাবার বাগানে দুষ্কৃতীকারীরা হানা দেয়। করাত দিয়ে ৪৫ টি রাবার গাছ কেটে দেয়। ঘটনার তদন্তে ঘটনা স্তলে ছুটে যায় কচুছড়া থানার পুলিশ। কান্নায় ভেঙে পড়েন রাবার চাষী।

You may also like

Leave a Comment