Home » স্বর্ণের হার সমেত দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিধাই থানা

স্বর্ণের হার সমেত দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিধাই থানা

by admin

প্রতিনিধি মোহনপুর :-সিমনা ধ্বধানসভার ইন্ডাস্ট্রি এলাকার এক বাড়ি থেকে স্বর্ণের হার চুরি করার অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। এই বিষয়ে মামলা করা হয়েছে সিধাই থানাতে। দুই অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণের হার। অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে সিধাই থানার পুলিশ।সিধাই থানার অন্তর্গত ইন্ডাস্ট্রি এলাকা লিপিকা দেববর্মার বাড়ি থেকে একটি স্বর্ণের হার চুরি হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। রবিবার এই বিষয়ে অভিযোগ করা হয়েছে সিধাই থানায়। পুলিশ তদন্ত নেমে সন্দেহভাজন দুই যুবককে আটক করে। অভিযুক্তরা হল রিকুশ দেববর্মা এবং জাহ উজাহার। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে স্বর্ণের হার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ১৮ গ্রাম ওজনের স্বর্ণের হার চুরির পর পুলিশের কাছে ফেরত দিয়েছে অভিযুক্তরা। ইতিমধ্যেই দুজনের বিরুদ্ধে চুরির মামলা গ্রহণ করে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মঙ্গেশ পাটারি।

You may also like

Leave a Comment