প্রতিনিধি ধর্মনগর,,
৫ ই মার্চ দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনার সংগঠিত হয় পানিসাগর থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের খাসিয়াবাড়ী এলাকায়।ঘটনার বিবরণে প্রকাশ বুধবার দুপুর একটা নাগাদ খাসিয়াবাড়ি স্থিত পুরাতন এ,বি,সি,আই নামক কোম্পানির পুরাতন গোডাউনে অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে।গোডাউনের প্রহরার দায়িত্বে থাকা প্রহরী মানেন্দ্র দেব নাথ জানান এ,বি,সি,আই নামক কোম্পানিটি বিগত ২০১৬ সালে থেকে ঐ এলাকায় কোন কাজ না পাওয়াতে ঐ গোডাউনে বন্ধ অবস্থায় বিভিন্ন সামগ্রী মজুত ছিলো।জানা গেছে বন্ধ গোডাউনে রয়েছে কিছু পুরাতন রেল ইঞ্জিনের লোহা,কয়লা,লেভেল ক্রসিং এ ব্যাবহুত পুরাতন রাবারের সিট। গোডাউন সংলগ্ন স্থানীয় লোকজনেরা জানায়,গোডাউন সংলগ্ন আশপাশ এলাকার জঙ্গলে শুকনো পাতাতে কে বা কাহারা আগুন ধরিয়ে দেওয়াতে অসতর্কতা বশত জঙ্গলের আগুন ধীরে ধীরে গোডাউনে চলে আসাতে গোডাউনে আগুনের সূএপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।গোডাউনের ভিতরে পুরাতন রাবার সিট থাকাতে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।আগুনের তীব্রতা দেখে তড়িঘড়ি খবর পাটানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে।তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌছানোর পূর্বেই গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়।পরবর্তীতে প্রায় এক ঘন্টা প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।তবে সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আশায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় আশপাশ এলাকার বতশ বাড়ি গুলি।প্রহরী জানায় আগুনে পুড়ে গোডাউনে থাকা সামগ্রী গুলির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ছয় থেকে সাত লক্ষাধীক টাকা হতে পারে।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং গোডাউনে আগুনের সূএপাতের বিষয়ে খোঁজ খবর নিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।তবে আসলেই কি জঙ্গলের আগুন নাকি নাশকতার আগুনের সূএপাত তা খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ।
অল্প জন্য ভয়াবহ আগুনের হাত থেকে রক্ষা পেল খাসিয়াবাড়ি এলাকা বাসি।।
111
previous post