Home » সিপাহীজলায় গভীর খাদে বনভোজন ফেরত গাড়ি

সিপাহীজলায় গভীর খাদে বনভোজন ফেরত গাড়ি

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৫ জানুয়ারি।। বনভোজন শেষে বাড়ি ফিরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়ি। এতে আহত হয়েছে শিশু মহিলা সহ ১১ জন। দুর্ঘটনাটি ঘটে রবিবার সিপাহীজলা পিকনিক স্পটে। এদিন মেলাঘর থেকে বেআইনি ভাবে পণ্যবাহী গাড়ি নিয়ে পিকনিক করতে আসে । গাড়ির চালক সহ কয়েকজন আকন্ঠ মদ্যপান করে। উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে নেশায় মাতোয়ারা হয়ে খাওয়া-দাওয়া সেরে গাড়িটি মূল সড়কের না এনে সমস্ত পিকনিক যাত্রীদের গাড়িতে তুলে গাড়ি নিয়ে বেরোবার পথে ঘটে বিপত্তি। নেশাগ্রস্ত চালকের অসাবধানতার কারণে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। অন্যান্য পিকনিক দলের লোক সহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে উদ্ধার করে। শেষে দমকল বাহিনী আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে তিনজনকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয় । আহতরা হলেন শংকর রায়, পিংকি সাহা, লক্ষ্মী সাহা, তানিয়া সাহা,সোনিয়া সাহা,বাপ্পি সাহা,অমৃতা রায়, দেবদুলাল সাহা,শঙ্করি সাহা, সায়ন সাহা। সকলের বাড়ি মেলাঘরে। গাড়ির চালক তার নিকট আত্মীয়দের ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

You may also like

Leave a Comment