Home » ১০০ বছরের লিচু গাছ ভেঙ্গে তছনছ বসত ঘর

১০০ বছরের লিচু গাছ ভেঙ্গে তছনছ বসত ঘর

by admin

প্রতিনিধি, উদয়পুর :-শনিবার গভীর রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয় উদয়পুরে । এর ফলে শহরের বিভিন্ন জায়গায় ছোট বড় গাছ ভেঙে পড়ে । ক্ষতিগ্রস্ত হয় নাগরিকরা। কিন্তু এদিন রাতে উদয়পুর জগন্নাথ দিঘী পশ্চিম পাড় এলাকার বাসিন্দা পুলক দেবের ঘরের উপর ভেঙ্গে পড়ে ১০০ বছরের পুরনো একটি লিচু গাছ । গাছ পড়ার সাথে সাথে হঠাৎ ঘুম থেকে উঠে দৌড়ে প্রাণ রক্ষা করার জন্য ছুটে যায় বাড়ির উঠোনে। এদিকে গাছটি সম্পূর্ণভাবে ঘরের উপর ভেঙ্গে পড়ার ফলে ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ভেঙ্গে চূড়মার হয়ে যায় । ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় লক্ষাধিক টাকার উপরে । এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে উদয়পুর পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও বিজেপির আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস ছুটে যায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করার জন্য । বসত ঘর ভেঙ্গে যাওয়ার ফলে কোন আসবাবপত্র ঘর থেকে বের করতে সক্ষম হয়নি পুলক । এদিকে চেয়ারম্যান আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রশাসনিকভাবে সমস্ত রকম সাহায্য করা হবে এবং উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্যের সাথে গোটা বিষয়ে কথা হয়েছে বলে জানান চেয়ারম্যান । উদয়পুরে যেভাবে গত তিন থেকে চার দিন ধরে একের পর এক ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড় তুফানে বিভিন্ন বাড়ি ঘর তাতে করে সাধারণ মানুষের মধ্যে মেঘের ঘনঘটা আকাশের দেখতে পেলে এক ভয়ের পরিবেশ মনের মধ্যে আঁকড়ে ধরছে বলে মনে করছে উদয়পুরের বাসিন্দারা ।

You may also like

Leave a Comment