Home » বজ্রপাতসহ দমকা হাওয়ায় ধর্মনগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে

বজ্রপাতসহ দমকা হাওয়ায় ধর্মনগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে

by admin

ধর্মনগর প্রতিনিধি। বজ্রপাতসহ দমকা হাওয়ায় ধর্মনগরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে । মুষলধারে বৃষ্টি ,মাঝে মাঝে মেঘের গর্জন, বিদ্যুৎ চমকানো ,দমকা হাওয়া বইতে থাকে কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া যায় গেছে। রবিবার বিকাল তিনটে থেকে শুরু হয় এই বৃষ্টিপাত । রবিবার হওয়ায় অফিস যাত্রী ,স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা কিংবা ব্যবসায়ীরা অনেকেই আজ বাড়িতে ছিলেন। কিন্তু যারা দিনমজুর তাদেরকে প্রতিদিনের মতোই স্বাভাবিক নিয়মে কাজের জন্য বের হতে হয়। তাদেরকে পড়তে হয় চরম দূর বিপাকে। ধর্মনগরের বিভিন্ন রাস্তায় জল জমে হাঁটু জল, বাইক ,গাড়ি ,স্কুটি অটো রিস্কা, টুকটুক চলাচল প্রায় বন্ধ হয়ে যায় বিভিন্ন রাস্তায়। ধর্মনগরের ডিএনবি রোড, কদমতলা কুর্তি রোড ,নয়াপাড়া রোড প্রভৃতি এলাকায় পথচারীদের চরম দুর্বিতাকে পড়তে হয় ।বৃষ্টি চলে একনাগারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ।এদিকে দুপুর প্রায় ১টা থেকেই ধর্মনগরের দীঘল বাক, কলেজর রোড, নয়াপাড়া সহ শহর সংলগ্ন গ্রাম গুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
হয় বৃষ্টিহীন অবস্থায়। এরপর তিনটা থেকেই শুরু হয় মুষলধারে দমকা হওয়া সহ বৃষ্টিপাত যার ফলে জানা গেছে সমস্ত ধর্মনগর সহ শহর সহ উত্তর জেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সংবাদ লেখা পর্যন্ত বৃষ্টি কমলেও সমগ্র ধর্মনগর সহ এলাকাগুলি বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে নিমজ্জিত বলে জানা যায়। এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে অভিযোগ বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় বৃষ্টি থাকলেও বিদ্যুৎ নেই বৃষ্টি না থাকলেও বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয় ঘন্টার পর ঘন্টা বলে অভিযোগ । এর জন্য বিদ্যুৎ দপ্তরের উদাসীনতাকেই দায়ি করছেন ভোক্তারা।

You may also like

Leave a Comment